Key Way Financial (Pty) Ltd কেবলমাত্র FAIS আইন শর্তে XM Global Limited (অর্থাৎ পণ্য সরবরাহকারী) দ্বারা প্রস্তাবিত ডেরাইভেটিভ পণ্যগুলোর (সিএফডি) ক্ষেত্রে কেবলমাত্র মধ্যস্থতাকারী সেবা সরবরাহ (অর্থাৎ Key Way দ্বারা কোন প্রকার মার্কেট মেকিং করা হয় না) করে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে।
Key Way Financial (Pty) Ltd দক্ষিণ আফ্রিকায় ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার (FSP) হিসেবে ফাইন্যান্সিয়াল সেক্টর কন্ডাক্ট অথরিটি (FSCA) কর্তৃক অনুমোদন নম্বর 49976 এর অধীনে অনুমোদিত। XM Global Limited ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কমিশন (FSC) কর্তৃক লাইসেন্স নম্বর 000261/309 এর অধীনে অনুমোদিত এবং নিয়ন্ত্রিত। আপনি যদি কোন অ্যাকাউন্ট খুলতে চান, তবে আপনার অ্যাকাউন্টটি XM Global Limited এর সাথে খোলা হবে, যা প্রতিপক্ষ এবং আপনার ট্রেডিংয়ের মূল হিসেবে কাজ করবে। XM Global Limited দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রক কাঠামোর বাইরে পরে, আপনার অ্যাকাউন্টে বেলিজের আইন ও বিধি সমূহ প্রযোজ্য হবে।
ঝুকি সতর্কতা: ফরেক্স এবং সিএফডি ট্রেডিংয়ে আপনার বিনিয়োগকৃত মূলধনে উল্লেখ্যযোগ্য ঝুঁকি থাকে। আপনি জড়িত সমস্ত ঝুঁকি পুরোপুরি বুঝতে পেরেছেন তা অনুগ্রহ করে নিশ্চিত করুন।
XM এ শুধুমাত্র ফরেক্স, ক্রিপ্টো এবং সিএফডি ট্রেডিং অ্যাকাউন্ট থাকছে নাহ, এর বাইরেও রয়েছে নানান সুবিধা
01
বেক্তিগত অ্যাকাউন্ট ম্যানেজার
02
ফরেক্স মার্কেট রিসার্চে ফ্রি অ্যাক্সেস
03
ডেইলি ফরেক্স ওয়েবিনারে ফ্রি অ্যাক্সেস
04
ভিডিও টিউটোরিয়েলে সীমাহীন অ্যাক্সেস
05
ফরেক্স ট্রেডিং সিগন্যালে ডেইলি অ্যাক্সেস
06
যে কোন স্থানে, যে কোন ডিভাইস থেকে 16 টি প্ল্যাটফর্মে সরাসরি অ্যাক্সেস
ঝুঁকি সতর্কতা: ফরেক্স এবং সিএফডি ট্রেডিংয়ে ক্ষতির উচ্চ ঝুঁকি জড়িত।
শর্ত প্রযোজ্য
MT4, MT5, XM WebTrader
1000 বেশি ইন্সট্রুমেন্টে ট্রেড করুন। যে কোন জায়গায়, যে কোন সময় ক্রিপ্টোকারেন্সি, স্টক, কমোডিটিস, স্টক ইন্ডিসেস, মেটাল এবং এনার্জির উপর ফরেক্স এবং সিএফডি
ফিলিপিনো বেসরকারি সংস্থা Childhope তার মানবিক মিশনকে সমর্থন করার লক্ষ্যে XM একটি দাতব্য অনুদান দিয়েছে। ফিলিপাইনে হাজার হাজার শিশু রাস্তায় বাস করে, তাদের মধ্যে অনেকেই পরিত্যক্ত এবং মেট্রোপলিটন [..]
28শে মে XM ব্যাংককে মাসিক সেমিনার সহ একটি বিস্তৃত শিক্ষামূলক সিরিজ শুরু করে, যার লক্ষ্য হল স্থানীয় ট্রেডারদের বিনিয়োগ কৌশল সম্পর্কে ব্যবহারিক জ্ঞান প্রদান করা। সেমিনারটিতে বিদ্যমান এবং [..]
মানবিক কর্মে নিবেদিত মরক্কোর একটি অলাভজনক সংস্থা High Atlas Foundation এ সহায়তা করতে XM তাদের অনুদান দেয়। ব্যক্তি ও সামাজিক কল্যাণে কাজ করে এমন স্থানীয় বা বৈশ্বিক উদ্যোগে [..]
5 মিলিয়নের বেশি ক্লায়েন্ট কেন ফরেক্স ট্রেডিং, ক্রিপটোকারেন্সি ট্রেডিং, কমোডিটি ট্রেডিং এবং স্টক, মেটাল এবং এনার্জি ট্রেডিং এর জন্য XM এর উপর আস্থা রেখেছে, তার অবশ্যই একটা কারন আছে।
লাইসেন্সকৃত ও নিয়ন্ত্রিত ব্রোকার
XM Group অস্ট্রেলিয়ার ASIC দ্বারা (Trading Point of Financial Instruments Pty Limited) এবং সাইপ্রাসে CySEC এর অধীনে (Trading Point of Financial Instruments Ltd), বেলিজের FSC দ্বারা (XM Global Limited) এবং (Trading Point MENA Limited) DFSA দ্বারা বর্ধিত নিয়ন্ত্রক মান মেনে লাইসেন্সপ্রাপ্ত।
বিশ্বব্যাপী সুপরিচিত ও প্রখ্যাত
আমাদের 190 বেশি দেশের ক্লায়েন্ট রয়েছে এবং স্টাফরা 30 বেশি ভাষায় কথা বলে। আমাদের ম্যানেজমেন্ট টিম এই পর্যন্ত বিশ্বের 120 বেশি শহর ভ্রমন করে ক্লায়েন্ট এবং পার্টনারদের চাহিদার ও তাদের জন্য দরকার এমন সব সার্ভিস নিয়ে কাজ করছে।
ক্লায়েন্টের প্রতি মননিবেষ
আমাদের কাছে ট্রেডিং সাইজ কোন সমস্যা না। অ্যাকাউন্টের ধরন অথবা বিনিয়োগের সাইজের চেয়ে XM এ ক্লায়েন্টকে বেশি অগ্রাধিকার দেয়া হয়। আমাদের সকল ক্লায়েন্টদের একই মানের সেবা, একই এক্সিকিউশান এবং একই মানের সাপোর্ট সেবা পেয়ে থাকে। এই মানগুলি থেকে XM প্রতিষ্ঠিত হয়েছিল এবং এইগুলো কোন ভাবেই পরিবর্তন হবে না।
অনেক ট্রেডিং ইন্সট্রুমেন্ট
আমাদের ক্লায়েন্টরা একই ট্রেডিং অ্যাকাউন্ট থেকে ক্রিপ্টোকারেন্সি, স্টক ইন্ডিসেস, কমোডিটি, স্টক, মেটাল এবং এনার্জিতে ফরেক্স এবং সিএফডি ট্রেড করতে বেছে নিতে পারেন। একটি একক মাল্টি-অ্যাসেট প্ল্যাটফর্ম থেকে পাওয়া বিস্তৃত ট্রেডিং ইন্সট্রুমেন্টের সাথে XM ট্রেডিংকে সহজ এবং আরও দক্ষ করে তোলে। একটি সিঙ্গেল মাল্টি অ্যাসেট প্ল্যাটফর্ম থেকে XM এ খুব সহজে এবং কার্যকরী ভাবে অনেকগুলো ট্রেডিং ইন্সট্রুমেন্টে ট্রেড করা যায়।
স্বচ্ছ এবং ফেয়ার
XM এ আপনি কোন প্রকার লোকানো শর্ত ছাড়া যা দেখেন ঠিক তাই পাবেন, এটা হতে পারে কোন প্রাইস, এক্সিকিউশান অথবা কোন প্রমোশান। ক্লায়েন্টের বিনিয়োগের আকারের কথা চিন্তা না করে, আমরা যা বিজ্ঞাপনে বা প্রমোশানে অফার করে থাকি ঠিক তাই সবাইকে প্রদান করি।
সহজ এবং সুবিধাজনক
আমাদের সকল ক্লায়েন্টের চিন্তা মাথায় রেখে সব সিস্টেম তৈরী করাসহ সময়ে সময়ে এর আপডেট করা হয়। অ্যাকাউন্ট খোলার পদ্ধতি থেকে শুরু করে, আপনার অ্যাকাউন্ট পরিচালনা, ডিপোজিট বা ফান্ড উত্তোলন করাসহ সব পদ্ধতিগুলো ক্লায়েন্টের চাহিদা অনুসারে সহজবোধ্য উপায়ে সম্পন্ন করা হয়।
ফরেক্স, ক্রিপ্টোতে সিএফডি, কমোডিটি এবং স্টক। 16টি ট্রেডিং প্ল্যাটফর্ম — 1000 এরও অধিক ইন্সট্রুমেন্ট।
আমরা কুকিজ ব্যবহার করি যাতে করে আপনার সম্ভাব্য সর্বোচ্চ ব্রাউজিং অভিজ্ঞতা নিশ্চিত করতে পারি। এর ভিতর কিছু লগইন সেশনের মতো কিছু প্রয়োজনীয় ফিচারগুলোর জন্য প্রয়োজন, সেইসাথে বাকিটা আমাদেরকে আপনার প্রয়োজনের সাথে আরও ঘনিষ্ঠভাবে তৈরি সামগ্রী এবং বিপণন সরবরাহ করতে সহায়তা করে। আপনারা সকল কুকিজ গ্রহণ করার ফলে আমরা আপনার অভিজ্ঞতাকে আরও উন্নত করতে সক্ষম হই। অনুগ্রহ করে মনে রাখবেন যে, এর মধ্যে কয়েকটি তৃতীয় পক্ষের কুকি হতে পারে। আর নীচের বোতামে ক্লিক করে আপনি আপনার কুকি পছন্দগুলো পরিবর্তন করতে পারেন৷ আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে আমাদের কুকি নীতি দেখুন।
কুকিজগুলো হল ছোট ডেটা ফাইল। আপনি যখন ওয়েবসাইট ভিজিট করেন, ওয়েবসাইট আপনার কম্পিউটারে এই ছোট ফাইলগুলো পাঠিয়ে দেয়। আপনার কম্পিউটার এইগুলো আপনার ওয়েব ব্রাউজারে জমা করে রাখে।
কুকিজ আপনার কম্পিউটারে ভাইরাস বা মেইলওয়্যার সেন্ড করে না, কারন কুকির ডাটা কখনি পরিবর্তন করে না যখন এটি পিছনে ব্যাক করে, কিভাবে আপনার কম্পিউটার রান করে তাতেও এটি কোন ভাবেই প্রভাবিত করে না, এইগুলো লগ হিসেবে ( অর্থাৎ ব্যবহারকারী কার্যকলাপ এবং প্রয়োজনীয় তথ্য মনে রাখে) কাজ করে।
আমরা আমাদের ওয়েবসাইট দ্বারা পাঠানো কুকি অ্যাক্সেস করে আপনার সম্পর্কে তথ্য পেতে পারি। বিভিন্ন ধরণের কুকি বিভিন্ন কার্যকলাপের ট্র্যাক রাখে। উদাহরণস্বরূপ, যখন কোনও ব্যক্তি সক্রিয়ভাবে একটি ওয়েবসাইট নেভিগেট করে তখন সেশন কুকিগুলি ব্যবহার করা হয় একবার আপনি ওয়েবসাইট ছেড়ে গেলে, সেশন কুকি অদৃশ্য হয়ে যায়।
কেন কুকি সংরক্ষণ করা দরকার?
ভিজিটররা কীভাবে আমাদের ওয়েবসাইট ব্যবহার করে, সেইসাথে আমাদের ওয়েবসাইটের কার্য সম্পাদন এবং কার্যকরী ট্র্যাক এবং উন্নতির জন্য আমরা কার্যকরী কুকি ব্যবহার করি। এটি আমাদের উত্থাপিত যে কোনও সমস্যাগুলি দ্রুত সনাক্ত ও সংশোধন করে একটি উচ্চমানের গ্রাহক সার্ভিস প্রদান করতে সহায়তা করে। উদাহরণস্বরূপ, ওয়েবসাইটের পেইজগুলো সর্বাধিক জনপ্রিয় এবং ওয়েবসাইটের পেইজের মধ্যে লিঙ্ক করার পদ্ধতিটি সবচেয়ে কার্যকরী। এছাড়াও যদি আপনাকে অন্য কোন ওয়েবসাইটের মাধ্যমে রেফার করা হয়, তাহলে এইগুলো ট্র্যাক করে ভবিষ্যতে বিজ্ঞাপন প্রচার আরও উন্নত করতে সাহায্য করে।
কুকিজের আরেকটি ব্যবহার হল আপনার লগ ইন সেশন সংরক্ষণ করা, অর্থাৎ আপনি যখন মেম্বার এরিয়ায় ফান্ড ডিপোজিট করতে লগ ইন করেন, একটি "সেশন কুকি" সেট করা হয় যাতে ওয়েবসাইটটি মনে করে যে আপনি ইতিমধ্যে লগ ইন করেছেন। যদি এই কুকিজগুলো ওয়েবসাইটে সেট না করা হয়, তাহলে প্রতিটি নতুন পেইজ অ্যাক্সেস করার সময় আপনার ডিপোজিট প্রক্রিয়া চালিয়ে যেতে আপনাকে লগইন এবং পাসওয়ার্ডের জন্য জিজ্ঞাসা করা হবে।
এছাড়াও, ক্রিয়ামূলক কুকিজগুলো মূলত আমাদেরকে আপনার পছন্দগুলি স্মরণ করে এবং একজন ব্যবহারকারী হিসেবে আপনাকে সনাক্ত করার জন্য ব্যবহার করা হয়, যাতে আপনার তথ্য নিরাপদ হয় এবং আরও নির্ভরযোগ্য এবং দক্ষতার সাথে কাজ করে। উদাহরণস্বরূপ, কুকিজ আপনাকে আপনার ট্রেডিং প্লাটফর্মে অ্যাক্সেস করার সময় আপনার ব্যবহারকারীর নাম টাইপ করার ঝামেলাটি সংরক্ষণ করে এবং আপনার পছন্দগুলিকে মনে করে দেয়, যেমন আপনি যখন লগ ইন করেন তখন আপনি কোন ভাষাটি দেখতে চান।
এখানে আমাদের কুকিজগুলোর কিছু ফাংশনের একটি ওভারভিউ দেয়া হলঃ
আপনার পরিচয় সনাক্ত করে এবং আপনি কোন দেশে অবস্থান করছেন তা সনাক্ত করতে সাহায্য করে।
ব্রাউজারের ধরন এবং ডিভাইস পরীক্ষা করা হচ্ছে
যেই সাইট থেকে ব্যবহারকারীকে রেফার করা হয়েছে ট্র্যাকিং করা হয়
তৃতীয় পক্ষকে তাদের প্রয়োজন অনুসারে বিষয়বস্তু কাস্টমাইজ করার অনুমতি দেয়
এই ওয়েবসাইটটি গুগল এনালিটিক্স ব্যবহার করে, যা গুগল ইনক ("গুগল") দ্বারা প্রদত্ত একটি ওয়েব বিশ্লেষণ সেবা। গুগল বিশ্লেষণ ওয়েবসাইটের একটি ব্যবহারকারীর ব্যবহার বিশ্লেষণ সাহায্য করতে, আপনার কম্পিউটারে এনালিটিক্যাল কুকি স্থাপন করে। এই কুকিজ দ্বারা উত্পন্ন তথ্য (আপনার আইপি অ্যাড্রেস সহ) ওয়েবসাইটের ব্যবহার সম্পর্কে তাদের সার্ভারে প্রেরিত এবং সংরক্ষণ করা হতে পারে। ওয়েবসাইটটি আপনার ওয়েবসাইটের ব্যবহার মূল্যায়ন করতে ওয়েবসাইটের কার্যকলাপের প্রতিবেদনগুলি নিরীক্ষণের জন্য এবং ওয়েবসাইট ক্রিয়াকলাপ এবং ইন্টারনেট ব্যবহারের সাথে সম্পর্কিত অন্যান্য পরিষেবাগুলি প্রদান করতে গুগল এই তথ্য ব্যবহার করতে পারে। গুগল এই তথ্যটি তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করতে পারে, যেখানে আইন দ্বারা অনুমোদিত, অথবা এমন তৃতীয় পক্ষের গুগলের পক্ষ থেকে তথ্য প্রক্রিয়া করার জন্য। গুগল আপনার আইপি অ্যাড্রেসকে অন্য যেকোন ডেটা এর সাথে সংযুক্ত করবে না। এই ওয়েবসাইটটি ব্যবহার করার মাধ্যমে মূলত আপনি গুগলকে আপনার সম্পর্কে ডেটা প্রক্রিয়া করার পদ্ধতিতে পদ্ধতিটি প্রক্রিয়াধীন করতে এবং উপরে উল্লেখিত উদ্দেশ্যগুলির জন্য সম্পাদন করার অনুমতি দিচ্ছেন।
সেটিং পরিবর্তন করুন
যেই কুকিগুলো আপনার ডিভাইসে জমা করতে চান, অনুগ্রহ করে তা নির্বাচন করুন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে ভাল অভিজ্ঞতা দিতে আমরা কুকি ব্যবহার করি। এই সম্পর্কে আরও পড়ুন অথবা আপনার কুকি সেটিং পরিবর্তন করুন।
ঝুকি সর্তকতাঃ আপনার মূলধনে ঝুকি রয়েছে। লেভারেজকৃত পণ্য সবার জন্য উপযুক্ত নাও হতে পারে। অনুগ্রহ করে আমাদের রিস্ক ডিসক্লোজার পড়ুন।
XM লাইভ চ্যাট
"এন্টার" বাটনে ক্লিক করার মধ্য দিয়ে, লাইভ চ্যাটের মাধ্যমে সরবরাহকৃত আপনার ব্যক্তিগত তথ্যগুলো আপনি XM Global Limited কোম্পানির গোপনীয়তা নীতি অনুসারে ব্যাবহার করার অনুমতি দিচ্ছেন, যেখানে মূলত আপনি আমাদের কাস্টমার সাপোর্ট ডিপার্টমেন্ট থেকে সেবা পেয়ে থাকেন।
উপরে উল্লেখিত বিষয়টির সাথে যদি একমত না হন, তাহলে মেম্বার এরিয়া অথবা bangladesh.support@xm.com এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন।
অনুগ্রহ করে আপনার যোগাযোগের তথ্য লিখুন। আপনার যদি ইতিমধ্যে XM অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনার অ্যাকাউন্ট আইডি লিখুন, যাতে করে আমাদের সাপোর্ট টিম আপনাকে সম্ভাব্য সর্বোত্তম সেবা প্রদান করতে পারে।